২৮ জুন ২০২৪, শুক্রবার, ১২:৩০:১২ অপরাহ্ন


রুশ বোমা হামলা, মুহূর্তে ধসে পড়ল পাঁচতলা ভবন! নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৩-০৬-২০২৪
রুশ বোমা হামলা, মুহূর্তে ধসে পড়ল পাঁচতলা ভবন! নিহত ৩ ছবি: সংগৃহীত


রাশিয়ার গাইডেড বোমা শনিবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরটির একটি অ্যাপার্টমেন্ট ভবন ভেঙে দিয়েছে, এতে তিনজন নিহত হয়েছে, ৫২ জন আহত হয়েছে এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ধরনের অস্ত্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় আরও সহায়তার আহ্বান জানিয়েছেন।

অনলাইনে পোস্ট করা ছবিতে পাঁচতলা অ্যাপার্টমেন্ট ভবনের কিছু অংশকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গেছে, জানালার কাঁচ ভেঙে গেছে, বারান্দাগুলো বিধ্বস্ত হয়েছে এবং মাটিতে একটি গর্তের চারপাশে ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের প্রসিকিউটররা মধ্যাহ্নের ওই হামলায় তিন আহত শিশুসহ তিনজন নিহত ও ৫২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন। আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানিয়েছেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

জেলেনস্কি জানিয়েছেন, 'গাইডেড বোমার মাধ্যমে রাশিয়ার এই সন্ত্রাস অবশ্যই বন্ধ করতে হবে। রুশ সন্ত্রাসী ও রুশ সামরিক বিমান চলাচলের অবস্থান যেখানে আছে সেখানেই থামাতে আমাদের অংশীদারদের কাছ থেকে আমাদের দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে।'