৩০ জুন ২০২৪, রবিবার, ০৩:৫৬:২১ অপরাহ্ন


পরিচয় মিলল ফুলবাড়ীর পুকুর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর
কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ২৮-০৬-২০২৪
পরিচয় মিলল ফুলবাড়ীর পুকুর থেকে  উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় মিলল ফুলবাড়ীর পুকুর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর


দিনাজপুরের ফুলবাড়ীতে পুকুর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে। তার নাম সন্ধ্যা রানী (৪২)। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় পৌরএলাকার রেল স্টেশন রোডস্থ ফুলবাড়ী পোস্ট অফিসের সামনের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।

সন্ধ্যা রানী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের রানীগঞ্জ নূরপুর গ্রামের মৃত অনিল চন্দ্রের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়ী রেল স্টেশন রোডস্থ ফুলবাড়ী পোস্ট অফিসের সামনের একটি পুকুরে ভাসমান নারীর দেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। পরে অনেক প্রচেষ্টার পর মরদেহটির পরিচয় শনাক্ত করে পুলিশ।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, খবর পেয়ে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। অনেক চেষ্টার পর ওই নারীর পরিচয় শনাক্ত হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চত হতে কাজ করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্মে পাঠানো হয়েছে।