৩০ জুন ২০২৪, রবিবার, ০৪:৩৩:৫২ অপরাহ্ন


নগরীতে কিশোর গ্যাংয়ের সদস্য সাকিব খান গ্রেপ্তার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ২৭-০৬-২০২৪
নগরীতে কিশোর গ্যাংয়ের সদস্য সাকিব খান গ্রেপ্তার নগরীতে কিশোর গ্যাংয়ের সদস্য সাকিব খান গ্রেপ্তার


রাজশাহী নগরীর নিউমার্কেট হতে কিশোর গ্যাংয়ের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২৬ জুন) রাত ৮টার দিকে নগরীর নিউমার্কেট ষষ্ঠীতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাম সাকিব খান (২২)। তিনি নগরীর সাতবাড়িয়া এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে। সাকিব খানের বিরুদ্ধে মতিহার থানায় মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, গত ১৮ জুন রাত ৮টায় জয় নামে এক যুবককে মতিহার থানার চর সাতবাড়ীয়া নামক এলাকায় একা পেয়ে কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য পথরোধ করে গালিগালাজ করে। জয় প্রতিবাদ করলে সাকিব ও তার সহযোগিরা তাকে দেশীয় ধরালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে জখম করে। তাকে লাঠি ও বাঁশ দিয়েও মারপিট করা হয়। পরে জয়ের মা বাদি হয়ে নগরীর মতিহার থানায়একটি মামলা দায়ের করেন। মামলার পর ঘটনার সাথে জড়িত কয়েকজন গ্রেপ্তার করা হলেও সাকিব পালিয়ে যায়।

এরই প্রেক্ষিতে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে নিউমার্কেট ষষ্ঠীতলা এলাকা থেকে সাকিবকে গ্রেপ্তার করে। পরে তাকে মতিহার থানায় হস্তান্তর করা হয়।