০৬ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ১১:৫০:১৩ পূর্বাহ্ন


উল্লাপাড়ায় বাস চাপায় দুই বন্ধু নিহত
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৪-১১-২০২৪
উল্লাপাড়ায় বাস চাপায় দুই বন্ধু নিহত উল্লাপাড়ায় বাস চাপায় দুই বন্ধু নিহত


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, উল্লাপাড়ার পাঙ্গাসী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৩০) ও তার বন্ধু শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের নাঈম সরকার (২৮)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে দুই বন্ধু মোটরসাইকেল যোগে সলঙ্গা মাছের আড়ত থেকে মাছ কিনে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। অপর দিকে থেকে ছেড়ে আসা শাহজাদপুর ট্রাভেলস নামে একটি বাস বোয়ালিয়া বাজার এলাকায় পৌছালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হয়।

তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।