২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৯:৪৭:১৬ পূর্বাহ্ন


ফুলবাড়ীতে বিপুল পরিমান ফেনসিডিল-সহ দুই মাদক কারবারী গ্রেফতার
কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ২৫-১২-২০২৪
ফুলবাড়ীতে বিপুল পরিমান ফেনসিডিল-সহ দুই মাদক কারবারী গ্রেফতার ফুলবাড়ীতে বিপুল পরিমান ফেনসিডিল-সহ দুই মাদক কারবারী গ্রেফতার


দিনাজপুরের ফুলবাড়ীতে চাল বহনকারি একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ১৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ফেনসিডিল বহণ কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ফুলবাড়ী পৌরশহরের ঢাকা মোড় এলাকা থেকে ফেনসিডিল-সহ ট্রাকটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারী শ্রী মিলন চন্দ্র (২৪),  সে দিনাজপুর কোতয়ালী থানার পাতলশা সরকারপাড়া গ্রামের শ্রী গনেশ চন্দ্রের ছেলে ও মো. মাসুদ রানা (১৯), সে একই থানার থানার বড়াইপুর (মোল্লাপাড়া) গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম।

তিনি জানান, গতকাল মঙ্গলবার বিকাল তিন টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহি ট্রাকে (ঢাকা-মেট্রো-ট-১৬-০৪১৭) বিপুল পরিমান ফেনসিডিল নিয়ে ফুলবাড়ী পৌরশহরের ঢাকা মোড়ের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশ রাস্তায় অবস্থান নেয়। পরে বর্ণীত ট্রাকটি আসতে দেখে সংকেত দিয়ে চাল বোঝাই ট্রাকটি থামায়। এ সময় ট্রাকের সামনের কেবিনের উপরে ছাউনিতে পৃথক দুই স্থানে বিশেষ কায়দায় রাখা অবস্থায় মোট ১৯৯ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল জব্দ করা-সহ মাদক কারবারি শ্রী মিলন চন্দ্র  ও মো. মাসুদ রানাকে গ্রেফতার করে। 

ওসি আরও জানান,  জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদেরকে পেশাদার মাদক কারবারী বলে স্বিকার করে এবং জব্দকৃত ফেনসিডিলগুলো গাজীপুরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল বলে জানায়।

এ ব্যাপারে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানায় ওসি।