২৫ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১১:২০:৪০ পূর্বাহ্ন


গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী:
  • আপডেট করা হয়েছে : ২৪-১২-২০২৪
গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী মোঃ সাব্বির হোসেন গ্রেফতার।


রাজশাহীর গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইন-সহ মোঃ সাব্বির হোসেন (২১) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্র। 

সোমবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া ৮টায় গোদাগাড়ী থানাধীন দেওপাড়া ইউনিয়নের বিজয়নগর রশিদ মাস্টার পাড়া গ্রাম হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ সাব্বির হোসেন, সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সহড়াগাছী গ্রামের মৃত জানে আলম বিজুর ছেলে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, গোদাগাড়ী থানাধীন দেওপাড়া ইউনিয়নের বিজয়নগর রশিদ মাষ্টার পাড়া গ্রামের মোঃ আসমাউল উজ্জামানের বসতবাড়ীর পূর্ব পার্শ্বে পাকা রাস্তার সম্মুখে একজন অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স-সহ সোমবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া ৮টায় সেখানে অভিযান চালিয়ে মোঃ সাব্বির হোসেনকে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ সাব্বির হোসেনের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।