২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ১২:২১:০১ পূর্বাহ্ন


শীতলক্ষ্যা নদীতে ডুবে নারী পোষাক শ্রমিক নিহত
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৪-১১-২০২৪
শীতলক্ষ্যা নদীতে ডুবে নারী পোষাক শ্রমিক নিহত শীতলক্ষ্যা নদীতে ডুবে নারী পোষাক শ্রমিক নিহত


গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যার পানিতে ডুবে ফরিদা বেগম (৪৪) নামে এক নারী পোষাক শ্রমিক নিহত হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

শনিবার (২৩ নভেম্বর) রাতে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও ফুলেশ্বরী এলাকার শীতলক্ষ্যা নদীর খেয়া ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত ফরিদা বেগম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুমুরতিয়া গ্রামের মোক্তার মোল্লার মেয়ে। বিধবা ফরিদা কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রামে বসবাস করে পাশের পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

ওসি জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সকালে থানায় একটি অপমৃত্যু মামলা (নং ৭৪) হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে অফিস ছুটির পর পোষাক কারখানার নিজস্ব ট্রলারে অন্য শ্রমিকদের সঙ্গে ফরিদা বেগম মূলগাঁও ফিরছিলেন। এ সময় ফুলেশ্বরী প্রাণ ঘাট সংলগ্ন এলাকায় পৌঁছে ট্রলার ঘাটে ভেড়ার সময় হঠাৎ শীতলক্ষ্যা নদীতে পড়ে পানিতে তলিয়ে যায় ফরিদা। তাৎক্ষণিক স্থানীয়রা সহ ট্রলারে থাকা সহকর্মীরা নদীতে নেমে তার সন্ধান করে। একপর্যায়ে তার দেহ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।