২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৯:০৩:২৭ অপরাহ্ন


রাবির ফুটবল খেলায় সংঘর্ষ; আইন ও মার্কেটিং বিভাগকে অব্যাহতি
রাবি প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ২৪-১১-২০২৪
রাবির ফুটবল খেলায় সংঘর্ষ; আইন ও মার্কেটিং বিভাগকে অব্যাহতি ফাইল ফটো


সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও মার্কেটিং বিভাগকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্তঃবিভাগ গেমস সাব-কমিটির এক যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব উপস্থিত ছিলেন।

জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার জানান, আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের ফুটবল ম্যাচে সৃষ্ট অনাকাঙ্খিত ঘটনাসমূহ টুর্নামেন্ট ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব সৃষ্টি করেছে। শিক্ষা, গবেষণা ও খেলাধুলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে টুর্নামেন্ট থেকে আইন ও  মার্কেটিং বিভাগকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'