০৫ মে ২০২৪, রবিবার, ১০:৪০:৫৮ অপরাহ্ন


মেঘনা নদীতে মা ইলিশ ধরায় ৫ জেলে আটক
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৩-১০-২০২৩
মেঘনা নদীতে মা ইলিশ ধরায় ৫ জেলে আটক মেঘনা নদীতে মা ইলিশ নিধনকালে ৫ জেলেকে আটক। ছবি: সময় সংবাদ


মুন্সীগঞ্জের মেঘনা নদীতে মা ইলিশ নিধনকালে ৫ জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে মেঘনায় মা ইলিশ নিধনের অভিযোগে তাদের আটক করা হয়। এ সময় দেড় লাখ মিটার কারেন্ট জাল ও একটি জেলে নৌকা জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃত জেলেরা মৌসুমি জেলে।

মুন্সীগঞ্জের জেলা মৎস্য অফিসার এটিএম তৌফিক মাহমুদ জানান, জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ১ হাজার ৪শ’। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জেলে ইলিশ ধরে। এর মধ্যে ৩ হাজার জেলের ২৫ কেজি করে মোট ৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ এসেছে। বাকী জেলেদের স্থানীয়ভাবে ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, আটককৃতরা মৌসুমী জেলে।
 
মেঘনা ও পদ্মায় শত শত কারেন্ট জাল ফেলা হয়েছে। ভেসে থাকা প্লাস্টিকের বোতল দেখে অভিযানে গেলে জেলে নৌকাগুলো জাল ফেলে পালিয়ে যায়। কিন্তু সুযোগ বুঝে তারা আবার নদীতে নামছে। নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট ব্যবহার করে ইলিশ নিধন ঠেকাতে জেলায় কাজ করছে কোস্টগার্ড, নৌপুলিশ, মৎস্য অধিদপ্তর এবং প্রশাসন একযোগে কাজ করছে। এরপরও মেঘনা ও পদ্মা নদীতে কারেন্টজাল ফেলছে অসৎ ও মৌসুমী জেলে।