পুলিশ ভ্যানেই দুই নারীকে গণধর্ষণের করেছে দুই আসামী। হরিয়ানার রোহতক জেলায় এ ঘটনা ঘটে। ধর্ষিতাকে চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে গিয়েছিলো পুলিশ। সঙ্গে ছিল আরও ২ জন কয়েদি। চিকিৎসা করিয়ে ফেরার সময় এ ঘটনা ঘটে। এ গণধর্ষণের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দুই ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে করেছে।
ধর্ষিতা নারীর দাবি, রোহতকের পিজিআইএমএস হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। যার ফলে পুলিশ ভ্যানে করেই হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। ভ্যানে তাঁর সঙ্গে ছিলেন আরও ২ পুরুষ কয়েদি। চিকিৎসার পর ভ্যানে অপেক্ষা করছিলো তাঁরা। পুলিশ তখন ব্যস্ত ছিল চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র গোছাতে। এই সুযোগ নিয়ে দুই কয়েদি ঠান্ডা পানীয় খেতে দেয় নারীকে। এর পর অচেতন হয়ে পড়ে নারী। সেই সুযোগে গণধর্ষণ করা হয় তাঁকে। পুলিশ জানিয়েছে , গণধর্ষণে অভিযুক্ত ওই দুই কয়েদির নাম মণীশ এবং সতীশ। দুজনেই ঝিন্দ জেলার বাসিন্দা।
ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে এফআইআরে দেওয়া হয়নি বলে জানা যাচ্ছে সংবাদমাধ্যম সূত্রে। নির্যাতিতা সম্পর্কে পুলিশ জানাচ্ছে, ধর্ষিতা নারী ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী।