২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৯:৪৪:৪৬ পূর্বাহ্ন


ফরিদপুরে মোটরসাইকেলের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২১-১১-২০২৪
ফরিদপুরে মোটরসাইকেলের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু সংগৃহিত ছবি


ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছে। এসময় সড়কে ছিঁটকে পড়ে মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার চলচিত্র নির্মাতা তারেক মাসুদের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রথমে আহত অবস্থায় রাতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মা ও বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে মারা যায়।

নিহতেরা হলেন- ভাঙ্গা পৌরসভার কুঠিবাড়ির চরকান্দা গ্রামের আকরাম শেখের স্ত্রী সাজেদা বেগম (৫০) ও তার কন্যা আছিয়া আক্তার (৫)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, বুধবার সন্ধ্যার পর মা ও মেয়ে ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ থেকে নিজ বাড়ি কুঠিবাড়ি চরকান্দায় ফিরছিলেন। পথিমধ্যে চারা বটতলা এলাকায় পৌঁছালে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেল (ফরিদপুর-ল-১১-৪৯১২) মা ও মেয়েকে সজোরে ধাক্কা দিলে তারা ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে মাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মা সাজেদা বেগম মারা যান এবং মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল দশটার দিকে মেয়ে আছিয়া আক্তার মারা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।