২৫ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১২:২৫:৪৪ পূর্বাহ্ন


পুণ্ড্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট করা হয়েছে : ২৩-১২-২০২৪
পুণ্ড্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পুণ্ড্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রাস্ট এর ৯ম বার্ষিক সাধারণ সভা বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২২ ডিসেম্বর বিকেলে ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম এর সভাপতিত্বে সভার শুরুতে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে শহীদ ও ২৪ এর জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় ট্রাস্টের সাধারণ সম্পাদক এএইচএম গোলাম রসুল খান বার্ষিক প্রতিবেদন-২০২৪ উপস্থাপন করেন ও ট্রাস্টের ট্রেজারার মোঃ জাহেদুর রহমান বার্ষিক আর্থিক প্রতিবেদন-২০২৪, উপাচার্য কর্তৃক বার্ষিক কর্ম অগ্রগতির প্রতিবেন এবং বিভাগীয় প্রধানগণ বিভাগ ভিত্তিত প্রতিবেদন উপস্থাপন করেন।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, ভাইস চেয়ারম্যান রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান, সেক্রেটারি এএইচএম গোলাম রসুল খান, ট্রেজারার মোঃ জাহেদুর রহমান, বিওটি সদস্য ও দৈনিক করতোয়া সম্পাদক মোঃ মোজাম্মেল হক লালু, বিওটি সদস্য ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী, বিওটি সদস্য মোঃ আব্দুল কাদের, টি.এম. আলী হায়দার, মোঃ আমিনুল ইসলাম সরকার, মোঃ নাসিরুন নবী, ফয়জুন নাহার, আয়শা বেগম, শাহজাদী বেগম, প্রকৌশলী মোঃ হারুন-অর-রশিদ, মোঃ সোহরাব আলী খান, মনিরুল মাহতাব তমাল তরু, তৌফিক হোসেন, মোস্তফা নাজমুল পাশা। সভায় অনলাইনে যুক্ত ছিলেন বিওটি’র উপদেষ্টা ও ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন ও বিওটি’র ভাইস-চেয়ারম্যান ও জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোঃ লুৎফর রহমান, প্রফেসর মোঃ আব্দুল হাই চৌধুরী, প্রফেসর ড. আ.ন.ম. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোছাঃ গুলনাহার পারভীন, সদস্য মোছাঃ আমেনা খাতুন, জিফরুন নাহার, মোছাঃ নাহিদা ইয়াসমিন, পরামর্শক কৃষিবিদ মো: আসাদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) আবু জাহিদ মোঃ জগলুল পাশা, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, বিওটি সচিব মোঃ খোরশেদ আলম ও উপ-পরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলমসহ সকল বিভাগীয় প্রধান ও প্রশাসকগণ।