২৫ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১২:২৬:১৮ পূর্বাহ্ন


১৮ দিনেই বিশ্বজুড়ে ১৫০০ কোটি অতিক্রম করলো পুষ্পা ২ !
তামান্না হাবিব নিশু:
  • আপডেট করা হয়েছে : ২৩-১২-২০২৪
১৮ দিনেই বিশ্বজুড়ে ১৫০০ কোটি অতিক্রম করলো পুষ্পা ২ ! ১৮ দিনেই বিশ্বজুড়ে ১৫০০ কোটি অতিক্রম করলো পুষ্পা ২ !


দেখতে দেখতে ১৮ দিন পেরিয়ে গেল পুষ্পা ২ মুক্তি পাওয়ার। এখনও আল্লু অর্জুনের ছবির জ্বরে আক্রান্ত গোটা দেশ সহ বিশ্ব। আর সেটার প্রমাণ দিচ্ছে বক্স অফিস। একটার পর একটা রেকর্ড গড়ে চলেছে এই ছবি। ১৮ দিনে বিশ্বজুড়ে ১৫০০ কোটির বেশি আয় করে ফেলল পুষ্পা ২।

সচনিল্কের সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী পুষ্পা ২ : দ্য রুল ছবিটি গোটা বিশ্বজুড়ে ১৫০৬ কোটি ৭০ লাখ টাকা আয় করেছে। একই সঙ্গে ভারতীয় বক্স অফিসে দাপট দেখাচ্ছে ছবিটি। দেশের মাটিতে এই ছবিটি ১০৬২ কোটি ৬০ লাখ টাকা (নেট) এবং ১২৬৬ কোটি এবং ৭০ লাখ টাকা (গ্রস) আয় করেছে বলেই জানানো হয়েছে উক্ত সাইটের তরফে।

মূলত হিন্দিভাষী রাজ্যগুলোতে বেশি ব্যবসা করেছে ছবিটি। ১৬ দিনের মধ্যে বক্স অফিসে পুষ্পা ২ ছবিটি ১৪১৮ কোটি টাকা উঠিয়ে ফেলেছিল বলেই রিপোর্টে জানানো হয়েছে। গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিটি আগাগোড়াই বক্স অফিসে দাপট দেখিয়ে এসেছে। ১৯ তম দিনে ছবিটি ভারতীয় বক্স অফিসে প্রায় ২ কোটি ৩১ লাখ টাকার ব্যবসা করেছে। ফলে পদপিষ্ট হয়ে দর্শক মারা যাওয়া সহ একাধিক বিতর্কের পরেও গোটা দেশ যে পুষ্পা ২ ছবিটির জ্বরে আক্রান্ত সেটা নিশ্চিন্তে বলা যায়।

পুষ্পা ২ ছবিটি পুষ্পা ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ভাগ। সুকুমার পরিচালিত ছবিটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা, ফাহাদ ফাসিল। এটি একাধিক ভারতীয় ভাষায় মুক্তি পেয়েছে, যেমন তামিল, তেলুগু কন্নড়, মালায়লাম, বাংলা, হিন্দি।