করিনা কপূর খানকে নিয়ে মন্তব্য করে বিপাকে পাকিস্তানী অভিনেতা খাকান শাহনওয়াজ়। অভিনেতার মন্তব্যকে ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। করিনার অনুরাগীরাও সমাজমাধ্যমে খাকানের উদ্দেশে ছুড়ে দিয়েছেন কটাক্ষ।
সম্প্রতি পড়শি দেশের একটি অনুষ্ঠানে খাকানের উদ্দেশে এক অনুরাগী বলেন যে, তিনি করিনার বিপরীতে খাকানকে দেখতে ইচ্ছুক। উত্তরে খাকান বলেন, ‘‘হ্যাঁ, সেটা করতেই পারি। তিনি তো আমার থেকে অনেকটাই বয়সে বড়। তাই আমি তাঁর ছেলের চরিত্রে অভিনয় করতেই পারি।’’ এর পরেই অভিনেতাকে সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হতে হয়। করিনার অনুরাগীদের দাবি, খাকান তাঁকে অপমান করেছেন। এক অনুরাগীর কথায়, ‘‘কোনও অভিনেত্রীকে তাঁর বয়স নিয়ে অসম্মান করা উচিত নয়।’’ অন্য একজন লেখেন, ‘‘খাকান কে! তিনি কোন যুক্তিতে করিনা প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য করেন!’’
উল্লেখ্য, ২৭ বছর বয়সি খাকান একজন মডেল অভিনেতা এবং সমাজমাধ্যম প্রভাবী। অভিনেত্রী মাহিরা খান প্রযোজিত ‘বারওয়া খিলাড়ি’ ওয়েব সিরিজ়ে অভিনয় করে তিনি প্রচারের আলোয় আসেন। তবে করিনা প্রসঙ্গে কটাক্ষের জবাবে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি খাকান।