২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১১:১০:২২ অপরাহ্ন


অভিষেকের ছোটবেলার বন্ধু হয়েও বিয়েতে নিমন্ত্রণ পাননি হৃতিক
বিনোদন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২০-১২-২০২৪
অভিষেকের ছোটবেলার বন্ধু হয়েও বিয়েতে নিমন্ত্রণ পাননি হৃতিক অভিষেকের ছোটবেলার বন্ধু হয়েও বিয়েতে নিমন্ত্রণ পাননি হৃতিক


কেরিয়ারের প্রায় শুরু থেকেই তাঁরা একে অপরের পরিচিত। যদিও একসঙ্গে জুটি বেঁধে তাঁদের কেরিয়ারের অন্যতম দু’টি হিট ছবি দিয়েছেন ঐশ্বর্যা রাই ও হৃতিক রোশন। কেরিয়ারের একেবারে শুরুর দিকে, বহু বছর আগের একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন হৃতিক এবং ঐশ্বর্যা। বিধু বিনোদ চোপড়ার ‘মিশন কাশ্মীর’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পাওয়ার সূত্রে দু’জনের প্রথম সাক্ষাৎ। তার পর একসঙ্গে কাজ ‘ধুম ২’ ও ‘যোধা আকবর’ ছবিতে। হৃতিককে নিজের শ্রেষ্ঠ সহ-অভিনেতা বলে স্বীকার করলেও অভিষেক বচ্চনকে বিয়ে করার সময় কিন্তু হৃতিককে নিমন্ত্রণ করেননি অভিনেত্রী।

বলিউডে কান পাতলেই এখন চাপা গুঞ্জন। বিচ্ছেদ হতে চলেছে বচ্চন পরিবারে। আলাদা হতে চলেছেন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই। বিভিন্ন সময়ে তাঁদের সমাজমাধ্যমের পোস্ট, আলাদা গাড়িতে যাতায়াত সেই সব জল্পনার আগুনে আরও ঘি ঢেলেছে। ২০০৭ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিষেক এবং ঐশ্বর্যা। তখন ফেসবুক, ইনস্টাগ্রাম না থাকলেও অভিষেক এবং ঐশ্বর্যার বিয়ের খবর এবং ছবিতে সংবাদমাধ্যমের পাতা ভরে গিয়েছিল। সে বছরের অন্যতম চর্চিত বিষয় ছিল তাঁদের বিয়ে।

ঐশ্বর্যাকে নিয়ে বর্তমানে জল্পনা তো রয়েইছে, তবে অতীতেও তাঁকে নিয়ে জল্পনার সুর এবং বিতর্কের পারদ কিছু কম চড়েনি। অভিষেকের সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পরেও বিতর্কে জড়ান ঐশ্বর্যার। বিতর্ক বাধে ‘ধুম-২’ ছবির একটি দৃশ্য নিয়ে। ওই ছবিতে হৃতিক রোশন এবং ঐশ্বর্যার একটি চুম্বনের দৃশ্য ছিল। শোনা যায়, সেই দৃশ্য ভাল ভাবে নেয়নি বচ্চন পরিবার। কারণ অভিষেক এবং ঐশ্বর্যার বিয়ের প্রস্তুতি তখন তুঙ্গে। এই দৃশ্যের জন্য আইনি নোটিসও পান ঐশ্বর্যা। অতীতে হৃতিকের সঙ্গে ফারহান আখতারের এক সাক্ষাৎকারে ফারহান বলেন, ‘‘’জোধা আকবর’ ছবিতে আপনাদের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল। সেই ছবিতে কাজ করার পরই ঐশ্বর্যা সিদ্ধান্ত নেন আপনাকে বিয়েতে নিমন্ত্রণ করবেন না! ’’ যদিও ওই ভিডিয়োয় হৃতিকের পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়নি।