২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১০:৫৯:১৭ অপরাহ্ন


দীপিকার প্রতিদ্বন্দ্বী আলিয়া-ক্যাটরিনা নন, রশ্মিকা
তামান্না হাবিব নিশু:
  • আপডেট করা হয়েছে : ২০-১২-২০২৪
দীপিকার প্রতিদ্বন্দ্বী আলিয়া-ক্যাটরিনা নন, রশ্মিকা দীপিকার প্রতিদ্বন্দ্বী আলিয়া-ক্যাটরিনা নন, রশ্মিকা


বর্তমান সময়ে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিউডে তার তিনটি ছবির আয় ১০০০ কোটি টাকা পার করেছে। তার ছবিগুলি—‘পাঠান’, ‘জওয়ান’, এবং ‘কল্কি ২৮৯৮’-এর বিশ্বব্যাপী আয় একে একে ১০০০ কোটি টাকা ছাড়িয়েছে। 

ব্যাক-টু-ব্যাক ৩-৩ টি ব্লকবাস্টার ছবি উপহার দেওয়ার পর দীপিকার রেকর্ড ভাঙার জন্য আলিয়া ভাট কিংবা ক্যাটরিনা কাইফের দিকে অনেকের নজর ছিল। কিন্তু নতুন চ্যালেঞ্জ দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দান্না। সম্প্রতি মুক্তি পাওয়া তার ছবি ‘পুষ্প ২’ সাফল্য অর্জন করেছে। এখনও পর্যন্ত বিশ্বব্যাপী ১৪৫০ কোটি রুপি আয় করেছে রশ্মিকার এই ছবি। 

‘পুষ্প ২’-এর আয় দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, ছবিটি ১৭০০ থেকে ১৮০০কোটি টাকা আয় করতে পারে। এটি রশ্মিকা মান্দান্নার ক্যারিয়ারে সবচেয়ে বড় একটি অর্জন। এর আগে রশ্মিকা ‘অ্যনিম্যাল’ ছবিতেও অভিনয় করেছিলেন। ছবিতে তার সহশিল্পী ছিলেন রণবীর কাপুর, ববি দেওল এবং অনিল কাপুর। ছবিটি ৯০০ কোটি টাকা আয় করেছিল।

রশ্মিকার পরবর্তী ছবি ‘সিকান্দার’ নিয়ে অনেক আশাবাদী। এই ছবিতে প্রথমবার সুপারস্টার সালমান খানের সঙ্গে জুটি বাঁধবেন রশ্মিকা। এমন পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, দীপিকা পাড়ুকোনের রেকর্ড পারে ভাঙতে রশ্মিকা। তার ভবিষ্যৎ সিনেমাগুলো বলিউডের আরও বড় পরিসরে তাকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে।