স্বামীর সঙ্গে পরকীয়া সন্দেহে তাঁর অফিসের সহকর্মী তরুণীকে কুপিয়ে খুন করলেন গৃহবধূ। আরও এক জনকে ধারালো অস্ত্রের আঘাতে আহত করেন তিনি। ঘটনার পর পালানোর চেষ্টা কালে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
মধ্যপ্রদেশের জবলপুরের প্রফেসর কলোনি এলাকার ঘটনা। গ্রেফতার গৃহবধূ শিখা মিশ্র (৩৫)।
এসিপি আনন্দ খালদগি জানিয়েছেন, মৃত তরুণীর নাম অনিকা মিশ্র। শিখার স্বামী একটি নির্মাণসংস্থা চালাতেন। সেখানেই কাজ করতেন অনিকা। শিখার সন্দেহ হয়, অনিকা তাঁর স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন।
বুধবার অনিকাকে ফোন করে দেখা করতে চান শিখা। তাঁদের ঘনিষ্ঠ সোনম রজক নামের এক জনের বাড়িতে দু’জনের দেখা হয়। সেখানে অনিকাকে পরকীয়ায় অভিযুক্ত করলে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। ঝামেলার মাঝে ধারালো অস্ত্র দিয়ে অনিকাকে আঘাত করেন শিখা।
যাঁর বাড়িতে দু’জনের ঝামেলা হচ্ছিল, সেই সোনম আক্রমণ ঠেকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বাধা দিলে তাঁকেও অস্ত্রের কোপ মারেন অভিযুক্ত। অনিকা ঘটনাস্থলেই মারা যান। সোনমকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থল থেকে পালিয়েছে অভিযুক্ত।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সাতনা স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তিনি ভিন্রাজ্যে পালানোর পরিকল্পনা করেছিলেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গৃহবধূর স্বামীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।