২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১০:০৪:২৪ অপরাহ্ন


মহানগরীর আবাসিক হোটেলে ৮ জন তরুণ-তরুণী আটক
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :
  • আপডেট করা হয়েছে : ২১-১২-২০২৪
মহানগরীর আবাসিক হোটেলে ৮ জন তরুণ-তরুণী আটক মহানগরীর আবাসিক হোটেলে ৮ জন তরুণ-তরুণী আটক


রাজশাহী মহানগরীর আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫জন তরুণ ও ৩জন তরুণীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার গণক পাড়ায় অবস্থিত আবাসিক হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল, হোটেল রহমানিয়া ও গ্র্যান্ড হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।

শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। 

তিনি জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মোঃ শাফিন মাহমুদের দিকনির্দেশনায় বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার গণক পাড়ায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ তরুণ ও ৩ তরুণীকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগর আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী মহানগরীতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।