২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৯:১০:৪৯ অপরাহ্ন


লালপুরে কিন্ডার গার্টেন স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাহিদ হোসেন,লালপুর(নাটোর)প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ২২-১২-২০২৪
লালপুরে কিন্ডার গার্টেন স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত লালপুরে কিন্ডার গার্টেন স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর নাটোর লালপুর শাখার আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০ টা থেকে ১ টা এবং দুপুর ১ থেকে বেলা ৩ টা পর্যন্ত পরীক্ষা হয়। 

এদিন উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুলে এই পরীক্ষায় ১৩ টি স্কুলের ৬০৯ জন শিক্ষার্থী অংশ্র গ্রহণ করেন।পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্যা, লালপুর থানার ওসি নুরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর নাটোরের লালপুর শাখার সভাপতি সাইদুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি রাজিব হোসেন, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন প্রমুখ।