পটুয়াখালীর কলাপাড়ায় শঙ্খিনী নামের একটি বিষধর সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা। কালোর মধ্যে হলুদ ডোরাকাটা সাপটির দৈর্ঘ্য ৪ ফুট।
আজ রবিবার বেলা ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামের কৃষক আবু মুসার বাড়ি থেকে জালে পেচানো অবস্থায় এ সাপটি উদ্ধার করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে সাপটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। এসময় এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য মাহমুদ হাসান ও আল মঞ্জিরসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আবু মুসার বাড়ির সামনে ধানক্ষেতে জাল দিয়ে বেড়া দেওয়া ছিল। সেই জালে এ সাপটি আটকা পড়ে। প্রথমে সাপটি দেখে অনেকটা আতঙ্কিত হয়ে পড়েন সবাই। খবর পেয়ে তাৎক্ষণিক এনিমেল লাভারস এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবমুক্ত করেন তারা।
এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য মাহমুদ হাসান বলেন, এসব বিষধর সাপ এলাপিডি পরিবারভুক্ত। সাপটি জালে পেচানোর কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়ে। তাই প্রাথমিক চিকিৎসা শেষে সাপটি বনে অবমুক্ত করা হয়েছে।