২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৯:৪৫:৪৭ পূর্বাহ্ন


সুযোগ এসেছে শিক্ষা ব্যবস্থা নতুন করে গঠনের; ড. আমিনুল ইসলাম
রাবি প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ২১-১১-২০২৪
সুযোগ এসেছে শিক্ষা ব্যবস্থা নতুন করে গঠনের; ড. আমিনুল ইসলাম সুযোগ এসেছে শিক্ষা ব্যবস্থা নতুন করে গঠনের; ড. আমিনুল ইসলাম


বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এখন সেই শিক্ষা ব্যবস্থা নতুন করে গড়ার সুযোগ এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সৈয়দ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় অন্তীর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. আমিনুল ইসলাম এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা শিক্ষাখাত সংস্কারের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। আমরা সকল পর্যায়ে আলাপ-আলোচনার মাধ্যমে কাজ ভাগ করে শিক্ষাখাতে আমূল পরিবর্তন আনতে চেষ্টা করব। যা হবে সময়োপযোগী এবং নৈতিক শিক্ষা সম্পন্ন।

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বলেন, প্রফেসর ড. আমিনুল ইসলাম আমার দেখা সবচেয়ে সৎ এবং যোগ্য মানুষদের একজন। উনার দায়িত্ব এখন দেশের শিক্ষা সংস্কার নিয়ে কাজ করার। আমাদের একটা দেশ হিসাবে আমাদের যে ধরনের চিন্তা চেতনা দরকার তা আমরা তৈরি করতে পারিনি বিগত ১৬ বছরে। তাদের ভিতরে কোনো সত্য কোন ন্যায় নিষ্ঠা ছিল না, কেবল ছিল এজেন্ডা বাস্তবায়ন। আগে আসলে তারা একটি পারিবারিক ভাবে দেশটাকে চালানোর মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। আমরা আশাবাদী এই সরকারের দূরদর্শী সিদ্ধান্তে শিক্ষাখাত অগ্রসর হবে।

উপ-উপাচার্য (শিক্ষা) ফরিদ উদ্দিন খান বলেন, স্যারকে আমরা এখনে পেয়ে অনেক আনন্দিত। আসলে পরিবারের কেউ কোন সফলতা পেলে সবারই মধ্যে যে আনন্দ থাকে আমি সবার মাঝে দেখতে পাচ্ছি। আমি স্যারের কাছে আসা করবো স্যার যেহেতু একটি নীতি নির্ধারণের জায়গায় গেছে আমি আসা করবো স্যার অর্থনৈতির দিকে লক্ষ্য রাখবেন। তিনি শিক্ষাকে একটি নতুন দিগন্তে নিয়ে যাবেন।

অনুষ্ঠানে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন, , প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।