০৬ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ১০:৪০:৫৪ পূর্বাহ্ন


বহুরূপীর বেশে নাবালিকার শ্লীলতাহানি!
সুমাইয়া তাবাস্সুম:
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৪
বহুরূপীর বেশে নাবালিকার শ্লীলতাহানি! বহুরূপীর বেশে নাবালিকার শ্লীলতাহানি!


বহুরূপীর বেশে নাবালিকার শ্লীলতাহানি অভিযোগে লাল্টু মাল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতের পূর্ব বর্ধমানের আউশ গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা।

জানা গেছে, গ্রেফতার  লাল্টু মাল বীরভূম জেলার বোলপুর এলাকায়। এদিন সকাল সাড়ে ১০টায় আউশগ্রামে যান ওই বহুরূপী। পাড়ায় পাড়ায় ঘুরে দুই-পাঁচ টাকা করে সংগ্রহ করছিলেন।

একটি বাড়িতে গিয়ে ১৬ বছরের এক কিশোরীর সঙ্গে আপত্তিকর ভাষায় কথা বলে এবং শ্লীলতাহানি করে লাল্টু। কিশোরী ভয় পেয়ে সরে যান। এর পর পাড়ার লোকজনকে জানালে তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুটা দূরে আটক করে ফেলা হয় অভিযুক্তকে। এর পর চড়-থাপ্পড় মেরে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পরবর্তীতে ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে লাল্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।