২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৯:৪৩:৫৪ পূর্বাহ্ন


ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ২১-১১-২০২৪
ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা


পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল ও আলোচনা সভা করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে আলোচনা সভায় মিলিত হয়।

এতে উপজেলা বিএনপির আহবায়ক নূর মোজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, পৌর বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

এসময় উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর নূর মোজাহিদ স্বপন আহবায়ক ও প্রভাষক জাফর ইকবাল হিরোককে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।