০৬ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ১০:৫৫:০৮ পূর্বাহ্ন


ছাদ টপকে ঘরে ঢুকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ !
সুমাইয়া তাবাস্সুম:
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৪
ছাদ টপকে ঘরে ঢুকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ! ছাদ টপকে ঘরে ঢুকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ !


ছাদ টপকে ছাত্রীর বাড়ি ফাঁকা থাকা অবস্থায় ঢুকে জোর করে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর চিকিৎসকের বাবার বিরুদ্ধে।

বৃহস্পতিবার ভারতের হাসনাবাদ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভিযুক্ত পরিতোষ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি এসএসকেএম হাসপাতালের নামকরা ডাক্তারের বাবা।

এর আগে বুধবার ওই ছাত্রীকে ধর্ষণ করে চিকিৎসকের বাবা পরিতোষ।

পরিবার সূত্রে খবর, ওই নাবালিকা ছাত্রীকে বাড়িতে একা রেখে কলকাতায় গিয়েছিলেন তাঁর বাবা–মা। এই খবরটা অভিযুক্ত পরিতোষ সরকার জেনেছিলেন। তারপর সেই একা ফাঁকা বাড়িতে থাকার সুযোগটাই কাজে লাগিয়ে দুটি ঘরের ছাদ ডিঙিয়ে ঘরের ভিতরে ঢুকে ওই দশম শ্রেণির নাবালিকাকে ধর্ষণ করেন। অভিযুক্ত পরিতোষ সরকার ঘরের ভিতরে ঢুকে ওই দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকী ধর্ষণের কথা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন তিনি। তবে মেয়েটির বাবা–মা বাড়িতে ফিরতেই তাদের কাছে সব বলে দেয় মেয়েটি।

অন্যদিকে এই ঘটনা শুনে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করতেই পুলিশ ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন। তাঁকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ধর্ষিতা নাবালিকা ছাত্রীকে গোপন জবানবন্দি নেওয়ার জন্য বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়। সেখানে সব কথা খুলে বলেন নাবালিকা। তার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। এ ঘটনার পর মেয়েটি আতঙ্কিত হয়ে পড়েছে। ট্রমা কাজ করছে। তবে চিকিৎসকরা সবটা দেখে নিচ্ছেন। যাতে সমস্যা না হয়।

এছাড়া এই বিষয়ে নির্যাতিতা নাবালিকা ছাত্রীর মা অভিযোগ করেন, আগেও মেয়েকে একাধিকবার উত্ত্যক্ত করেছিল প্রতিবেশী পরিতোষ সরকার। বুধবার বাড়িতে না থাকার সুযোগ নিয়ে মেয়ের উপর যৌন নির্যাতন করেছে সে। নির্যাতিতা নাবালিকার মা বলেন, ‘‌আগেও মেয়েকে একাধিকবার উত্ত্যক্ত করেছে ওই বৃদ্ধ। আমরা বাড়িতে না থাকার সুযোগ নিয়েই এই অপকর্ম করেছে। তবে এমনটা হবে ঘুণাক্ষরে বুঝতে পারিনি। আমার মেয়ের জীবন নষ্ট করে দেওয়া হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন ধর্ষিতা ছাত্রির মা।