০৫ মে ২০২৪, রবিবার, ০৭:১৫:২৯ অপরাহ্ন


কোস্ট গার্ডের অভিযানে জেলি মেশানো চিংড়ি জব্দ
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৭-০৯-২০২৩
কোস্ট গার্ডের অভিযানে জেলি মেশানো চিংড়ি জব্দ উদ্ধার হওয়া জেলি মেশানো চিংড়ি। ছবি: সময় সংবাদ


চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার ৫০০ কেজি অবৈধ জেলি মেশানো চিংড়ি জব্দ করা হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের কমান্ডার সাব-লেফটেন্যান্ট ফজলুল হকের নেতৃত্বে ডাকাতিয়া নদীর কয়লাঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক ৩ হাজার ৫০০কেজি অবৈধ জেলি মেশানো চিংড়ি জব্দ করা হয়।

এ সময় চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এই অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম।

পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জেলি মেশানো চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।