০৫ মে ২০২৪, রবিবার, ০১:১৭:১১ পূর্বাহ্ন


সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে ট্রাক, নিহত সংখ্যা বেড়ে ৯
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৫-০৪-২০২৪
সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে ট্রাক, নিহত সংখ্যা বেড়ে ৯ সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে ট্রাক, নিহত সংখ্যা বেড়ে ৯


রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও ছয়জন।

বুধবার বিকালে উপজেলার সাজেকের উদয়পুর সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাজেক থানার সার্কেল অফিসার ও রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল বলেন, সীমান্ত সড়কের কাজ শেষে ড্রাম ট্রাকে করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। 

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা পৌঁছলে বিস্তারিত জানা যাবে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে পৌঁছতে সময় লাগছে।