২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৮:২০:০৩ পূর্বাহ্ন


ফল খেলেই ঘুচে যাবে রক্তাল্পতা!
ফারহানা জেরিন
  • আপডেট করা হয়েছে : ০৩-০৫-২০২৪
ফল খেলেই ঘুচে যাবে রক্তাল্পতা! ফাইল ফটো


হিমোগ্লোবিনের ভারসাম্য রক্ষা করবে এই ফল! রোজ পাতে রাখলে অনায়াসে কাটবে রক্তাল্পতা, জেনে নিন

রক্তে হিমোগ্লোবিনের পরিমান ঠিক রাখার জন্য জেনে রাখুন বেশ কিছু সহজ ফর্মুলা। রক্তাল্পতা দূর করতে সাহায্য করতে পারে বেশ কিছু ফল।

রক্তাল্পতা ঘোচাতে সাহায্য করে বেদানা। বেদনায় রয়েছে ভিটামিন কে, ভিটামিন সি, ফাইবার, পটাশিয়াম ও প্রোটিন। বেদানায় প্রচুর পারিমানে ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি রক্তাল্পতা ঘোচাতে অত্যন্ত সাহায্য করে।

আপেলে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট, ফ্লেভানয়েড,  ডায়েটরি ফাইবার এবং আইরন রয়েছে। এই ফল রোজ খেলে হিমোগ্লোবিনের ভারসাম্য বজায় থাকে।  

লেবুতে ভিটামিন সি রয়েছে। এ ছাড়াও এতে রয়েছে ভিটামিন সিক্স। তাই নিয়মিত লেবু খেলে রক্তাল্পতা দূর হয়। 

বেরিতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট, আয়রন, ভিটামিন সি যা হিমোগ্লোবিনের ঘাটতি কমায়।  তাই রক্তাল্পতা দূর করতে অত্যন্ত সাহায্য করে। গরমে

তরমুজ খাওয়া অত্যন্ত উপকারী। এই ফল শুধু সুস্বাদুই নয় এতে প্রচুর ভিটামিন সি রয়েছে। তাই এই ফল খেলে রক্তাল্পতা দূর হয়।