০৬ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ১০:৪৪:২৬ পূর্বাহ্ন


রাজস্থানে রাজকীয় লুকে সোনাক্ষী
লাইফস্টাইল ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৪
রাজস্থানে রাজকীয় লুকে সোনাক্ষী রাজস্থানে রাজকীয় লুকে সোনাক্ষী


সম্প্রতি স্বামী জাহির ইকবালের সঙ্গে সোনাক্ষী সিনহা গিয়েছিলেন রাজস্থানে। সেখান থেকেই দুটি লুক শেয়ার করলেন। যা কিনা আপাতত ফ্যাশন দুনিয়ার চর্চায়।রাজস্থান মানেই রঙিন পোশাক। হরেক রঙের সমাবেশে পোশাকটাই যেন একটা কালার প্যালেট হয়ে ওঠে।

সাজগোজে বরাবরই ভিন্ন পথে হাঁটেন সোনাক্ষী সিনহা। ট্রেন্ড ফলো না করে নিজেই ট্রেন্ড সেট করায় বিশ্বাসী তিনি। বিয়ে হোক কিংবা করবা চৌথের অনুষ্ঠান, কোনওটাতেই কারি কারি টাকা খরচা করেননি। নিজের মতো করে পোশাক বেছে নিয়ে প্রশংসা কুড়িয়েছেন ফ্যাশনিস্তাদের। এবার রাজস্থান থেকে যেরকম রাজকীয় দুটি লুকে ধরা দিলেন, সেখান থেকে এই বিয়ের মরশুমের জন্য আপনিও টিপস নিতে পারেন।

প্রিন্টেড লং স্কার্ট এবং ডিপ কাট নেকলাইনের ব্লাউজের সঙ্গে চোলি বা ওড়না নয়, কাফতান স্টাইলের মাল্টিকালার জ্যাকেট বেছে নিয়েছেন সোনাক্ষী সিনহা। গলায় হাঁসুলি। কানে ঝুমকোজোড়া। ছোট্ট টিপ আর ন্যুড শেডের লিপস্টিকেই রাজকীয় লুক সেট করেছেন অভিনেত্রী। রিসেপশন পার্টি বা ককটেল পার্টির জন্য আপনিও এভাবে সাজতে পারেন। সোনাক্ষীর এই পোশাকটি রিম্পল এবং হরপ্রীতের ব্র্যান্ডের। গোটা স্কার্ট এবং স্রাগসজুড়ে জিগজ্যাগ নকশা। সংস্থার ওয়েবসাইট বলছে এই পোশাকের দাম ৯৮ হাজার টাকা। অন্যদিকে আরেকটি হলুদ সারারা সেটে নজর কাড়লেন সোনাক্ষী। বন্ধু বা কাছের মানুষের বিয়েতে আপনিও এরকম পোশাক বেছে নিতে পারেন। সঙ্গে থাকুক মানানসই রং মিলান্তি বটুয়া, পায়ে জুতি। নিখুঁত রূপটানে আপনাকে রানির মতো দেখাবে।