২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:২৪:২৩ অপরাহ্ন


খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১০ সেনা
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৪
খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১০ সেনা ছবি: সংগৃহীত


মঙ্গলবার, উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী হামলায় ১০ সেনা নিহত এবং ৭ জন গুরুতর আহত হয়। হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। এর একদিন আগে সোমবার আফগানিস্তান সীমান্তবর্তী একই এলাকায় সহিংস সংঘর্ষে ৮ সেনা নিহত হয়।

গত ২৪ ঘন্টায় ১৮ জন সৈন্যের মৃত্যুর ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে। লাগাতার হামলায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার বান্নুতে হামলার বিষয়ে একজন গোয়েন্দা আধিকারিক বলেছেন যে একজন সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী পোস্টের কাছে একটি বিস্ফোরক বোঝাই গাড়িতে বিস্ফোরণ ঘটায়। পরে তার সঙ্গীরা গুলি ছুড়তে থাকে। যেখানে হামলায় ১০ জন নিহত ও সাতজন আহত হয়েছেন। পাশাপাশি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে।

আধিকারিকরা জানিয়েছেন, সোমবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি সহিংস সংঘর্ষে আট সেনা ও নয়জন সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানি তালেবান নামেও পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। টিটিপি বলেছিল যে এটি তাদের একজনকে লক্ষ্য করে নিরাপত্তা বাহিনীর তল্লাশির প্রতিক্রিয়া হিসাবে।

সোমবার বান্নুর একটি তল্লাশি চৌকির কাছে বিস্ফোরণের পর সাত পুলিশ সদস্যকে বন্দী করা হলেও কিছুক্ষণ পর তাদের ছেড়ে দেওয়া হয়। সিনিয়র পুলিশ অফিসার মোহাম্মদ জিয়াউদ্দিন জানিয়েছেন, স্থানীয় প্রবীণ ও সন্ত্রাসীদের মধ্যে সফল আলোচনার পর সব পুলিশ সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে।