২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:২৩:৫৯ অপরাহ্ন


রাসিকের পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৪
রাসিকের পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত রাসিকের পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত


রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (বেলা ১২টায়) নগর ভবনে পরিবেশ উন্নয়ন কর্মকর্তার দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক ও পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক মোঃ কবির হোসেন।

সভায় রাজশাহী মহানগরীতে বৃক্ষরোপণ ও পরিচর্যার সার্বিক অবস্থা পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও শীতকালীন মৌসুমী ফুল গাছ রোপনের বিষয়ে আলোচনা করা হয়। শীতকালীন গাছের পরিচর্যার পর্যাপ্ত পানি স্প্রে ও গুরুত্বপূর্ণ সড়কে ধুলাবালি রোধে পানি স্প্রে বিষয়ে আলোচনা করা হয়। নতুন নতুন সড়কে প্রয়োজনীয় সংখ্যক গাছ রোপণে সরকারি হটিকালচার সেন্টারসমূহ থেকে গাছের চারা সংগ্রহ করার বিষয়ে আলোচনা করা হয়। নগরীর গুরুত্বপূর্ণ সড়কসহ নগরীতে আগামী বছর গাছের চারা রোপণের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এছাড়াও নগরীর বিনোদন কেন্দ্র ও নদীর ধারে গাছের চারা রোপণ ও তা পরিচর্যায় সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান করা হয়।

সভায় সামাজিক বন বিভাগ রাজশাহী সহকারী বন সংরক্ষক  মোঃ মেহেদী উজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহীর সহকারি বিদ্যালয় পরিদর্শক মোঃ আব্দুস সালাম, রাসিকের ভান্ডার কর্মকর্তা মোঃ আহসান হাবিব,  সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ রকিবুল হক তুহিন কমিটির সদস্য সচিব উপসচিব মোঃ তৈমুর হোসেন উপস্থিত ছিলেন।