০৫ মে ২০২৪, রবিবার, ১০:০৩:২৭ পূর্বাহ্ন


খাগড়াছড়িতে কাভার্ডভ্যানে অবরোধের আগুন
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৩
খাগড়াছড়িতে কাভার্ডভ্যানে অবরোধের আগুন অবরোধকারীদের দেয়া আগুনে পুড়ছে ফাইভ স্টার কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান। ছবি: সময় সংবাদ


খাগড়াছড়ির মাটিরাঙার সাপমারা এলাকায় ফাইভ স্টার কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন দিয়েছে অবরোধকারীরা।

বুধবার (৮ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ আগুন দেয়ার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কাভার্ডভ্যানটি ঢাকা থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। এ সময় অবরোধকারীরা ভ্যানটিতে পেট্রোলবোমা নিক্ষেপ করে। খবর পেয়ে ফায়াস সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ছাড়াও বিএনপি নেতাকর্মীরা অবরোধের সমর্থনে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, টায়ারে আগুন, বাঁশ-গাছ ফেলে পিকেটিং করছেন। খাগড়াছড়ি থেকে দূরপাল্লার রুটের টিকিট কাউন্টার খোলা থাকলেও ছেড়ে যায়নি কোনো বাস। চলাচল করছে না অভ্যন্তরীণ সড়কের পরিবহনও।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশি ব্যবস্থা জোরদার থাকায় পণ্যবাহী কয়েকটি ট্রাক শহরে ঢুকেছে। সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্নে রাখতে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত পুলিশ।