০৩ মে ২০২৪, শুক্রবার, ০৫:১৬:৩২ অপরাহ্ন


সিরাজগঞ্জে যমুনার তীর সংরক্ষণ বাঁধে আবারও ধস, বিলীন ১৫০ মিটার
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১২-০৭-২০২৩
সিরাজগঞ্জে যমুনার তীর সংরক্ষণ বাঁধে আবারও ধস, বিলীন ১৫০ মিটার যমুনার তীর সংরক্ষণ বাঁধের ভাঙন ঠেকাতে জিওব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। ছবি: সময় সংবাদ


সিরাজগঞ্জের কাজিপুরে যমুনার তীর সংরক্ষণ বাঁধে আবারও ধস নেমেছে। এতে অন্তত ১৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলিন হয়ে যায়। এর আগেও গত ৭ জুলাই কাজিপুর মেঘাই স্পার বাঁধের ৩০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়।

বুধবার (১২ জুলাই) ভোর রাতে কাজিপুর উপজেলার মেঘাই ১ নম্বর স্পার বাঁধের উজানে হঠাৎ করেই এ ধস দেখা দেয়। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্ত অংশে বালি ভর্তি জিওব্যাগ ডাম্পিং শুরু করেছে।

স্থানীয়রা জানান, রাতে কিছু বুঝে ওঠার আগে হঠাৎ করেই ধসে যেতে থাকে নদীর তীর রক্ষা বাঁধ। ভোরের দিকে বাঁধের প্রায় ১৫০ মিটার এলাকা নদী গর্ভে চলে যায়। এতে হুমকির মুখে রয়েছে কাজিপুর থানা, খাদ্য গুদাম, মডেল মসজিদ, স্কুল-কলেজ, মাদ্রারাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। কয়েকজন বালি ব্যবসায়ী পানি উন্নয়ন বোর্ডের নিয়ম না মেনে নদী তীরের ১০ ফুটের মধ্যে বিপুল পরিমাণ বালি স্তূপ রাখার ফলেই এ ধস দেখা দিয়েছে বলে অভিযোগ করে এলাকাবাসী।
 
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মো. অনিক ইসলাম জানান, সকালে বাঁধের ধসের বিষয়টি অবগত হয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কাজ শুরু করেছে।
 
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, ওখানে আমাদের প্রটেকটিভ বাঁধ ছিল। ভোরে হঠাৎ করেই সেখানে ধস শুরু হয়। সকাল পর্যন্ত প্রায় ১৫০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। খবর পেয়ে আমরা ভোর থেকেই সেখানে জিওব্যাগ ডাম্পিং শুরু করেছি। ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।