সিরাজগঞ্জের সলঙ্গা হতে ৫০.৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
রোববার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সলঙ্গা থানাধীন এরিস্টোক্রেট হোটেলের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারীরা হলো: কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানাধীন দেউশপাড়া গ্রামের ডাঃ রওশন আলীর মোঃ স্বপন মিয়া (৫২), একই থানাধীন কলপাবাস গ্রামের মৃত আঃ মালেকের মোঃ আবু তাহের (৪৫) ও বি বাড়িয়া জেলার বি বাড়িয়া সদর উজানীসার গ্রামের মৃত জিনু মিয়ার মোঃ ইব্রাহিম মিয়া (৩৬)।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-৫।
র্যাব জানায়, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন এরিস্টোক্রেট হোটেলের সামনে ঢাকা টু সিরাজগঞ্জ হাইওয়ের পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০.৫ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ, ৩টি মোবাইল ফোন ওনগদ ৪,৪৬৫ টাকা জব্দ করা হয়।
গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।