২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১০:২৫:৩৩ অপরাহ্ন


পাবনা মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২১-১১-২০২৪
পাবনা মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে নিহত ২ ছবি: সংগৃহীত


পাবনার বেড়ায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। আহতদেরকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিনাথপুর-কাজিরহাট মহাসড়কের সিন্দুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমিনপুর থানার নয়াবাড়ী গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোটরসাইকেল চালক পরশ হোসেন (১৫) এবং সিন্দুরিয়া গ্রামের মন্টু প্রামাণিকের ছেলে ইজিবাইক চালক পুষ্প প্রামাণিক (৩৫)। নিহত পরশ পাবনা সিটি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে যাত্রী নিয়ে ইজিবাইকটি কাশিনাথপুর থেকে কাজিরহাটের দিকে যাচ্ছিল। আর মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিন্দুরিয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। তাদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে পরশ ও পুষ্পর মৃত্যু হয়। আহত দু’জনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘কাশিনাথপুর সিন্দুরি এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ চারজন আহত হন। এদের মধ্যে মোটরসাইকেল চালক পরশ হোসেন ও ইজিবাইক চালক পুষ্প প্রামাণিক মারা গেছেন। আহত দু’জন পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন।