২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৫:১৫:৪৯ অপরাহ্ন


ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল কিনবে সরকার
অর্থনীতি ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২১-১১-২০২৪
ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল কিনবে সরকার ফাইল ফটো


ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে ২৮২ কোটি দুই লাখ ৯৬ হাজার টাকা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। 

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মের্সাস সাইল অ্যাগ্রি কমোডিটিসি লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-২ এর আওতায়  ৫০ হাজার মেট্রিকটন নন বাসমতি সিদ্ধ চাল কেনা হবে।

 প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৪৭১.৬০ মার্কিন ডলার। এতে ব্যয় হবে ২৮২ কোটি ৯৬ লাখ টাকা। 

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে।