০৩ মে ২০২৪, শুক্রবার, ০৫:২২:০২ অপরাহ্ন


ঢাকা-উত্তরাঞ্চলে মহাসড়কে যানবাহনের চাপ
সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ২৬-০৬-২০২৩
ঢাকা-উত্তরাঞ্চলে মহাসড়কে  যানবাহনের চাপ ঢাকা-উত্তরাঞ্চলে মহাসড়কে যানবাহনের চাপ


ঈদ উপলক্ষ্যে ঢাকার কর্মস্থল থেকে নাড়ির টানে মানুষ তার স্বজনদের কাছে ফিরতে শুরু করেছে। আবার পশুবাহিসহ প্রচুর যানবাহন উত্তরাঞ্চল থেকে ঢাকামুখি হয়েছে। এজন্য ঢাকা-উত্তরাঞ্চল এবং উত্তরাঞ্চল-ঢাকা উভয় দিকেই মহাসড়কে প্রচুর যানবাহনের চাপ দেখা দিয়েছে। ফলে মহাসড়কের উভয় লেনেই ধীরগতিতে চলছে যানাবহন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রওশন ইয়াজদানি বলেন, অতিরিক্ত গাড়ীর চাপ ও সেতুর পূর্বপাড়ে কিছু সমস্যার কারণে সোমবার ভোরে মহাসড়কে কিছুটা যানজট তৈরী হয়েছিল। বেলা বাড়ার সাথে সাথে যানজট কেটে গেছে। কিন্তু বর্তমানে ঢাকা-উত্তরাঞ্চল এবং উত্তরাঞ্চল-ঢাকা উভয় দিকেই মহাসড়কে প্রচুর যানবাহনের চাপ দেখা দিয়েছে। ফলে মহাসড়কের উভয় লেনেই ধীরগতিতে যানবাহন চলছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এস.এম বদরুল কবির বলেন, ঢাকা ও উত্তরাঞ্চলমুখী উভয় লেনেই গাড়ীর প্রচুর চাপ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।