০৬ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ১১:৩৩:০০ পূর্বাহ্ন


রাজশাহীতে পৃথক কর্মসূচিতে বিপ্লব ও সংহতি দিবস পালন
ইব্রাহীম হোসেন সম্রাট:
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৪
রাজশাহীতে পৃথক কর্মসূচিতে বিপ্লব ও সংহতি দিবস পালন


নানা আয়োজনে রাজশাহীতে বিপ্লব ও সংহতি দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সকালে নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ার পার্সনের ‍উপদেষ্টা মিজানুর রহমান মিনু।উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট প্রমুখ। মহানগর বিএনপির উদ্যোগে পৃথকভাবে একই কর্মসূচি পালন করা নগরীর মালোপাড়া এলাকায় দলীয় কার্যালয়ের সামনে। এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা, সদস্য সচিব মামুন অর রশিদ প্রমুখ।


এছাড়াও দিবসটি উপলক্ষে নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে মাইকযোগে শহীদ জিয়াউর রহমানের ভাসন প্রচার করা হচ্ছে সকাল থেকেই।