২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৯:২০:২৩ অপরাহ্ন


টাইগারদের পাহাড়সম টার্গেট দিলো দ. আফ্রিকা
ক্রিড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-০৪-২০২২
টাইগারদের পাহাড়সম টার্গেট দিলো দ. আফ্রিকা টাইগারদের পাহাড়সম টার্গেট দিলো দ. আফ্রিকা


২৩৬ রানে লিড পাওয়ার পরও যখন বাংলাদেশকে ব্যাটিংয়ে না পাঠিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস খেলতে নামে দক্ষিণ আফ্রিকা, তখনই বুঝা গেছে যে তারা সফরকারীদের পাহাড়সম টার্গেট দিতে চায়। হলোও তাই। তৃতীয় ইনিংসে ১৭৬ রান করে ডিক্লায়ার করেছে স্বাগতিকরা। এতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৪১৩ রান।

আজ রবিবার (১০ এপ্রিল) পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশকে ২১৭ রানে অলআউট করে দেয় দক্ষিণ আফ্রিকা। এরপর ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে ইনিংস ঘোষণা করেছে তারা। সারেল এরউই ৪১, কাইল ভেরেইনে ৩৯, টেম্বা বাভুমা ৩০, ডিন এলগার ২৬, কিগান পিটারসেন ১৪ ও রায়ান রিকেলটন ১২ রান করেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে তাইজুল ইসলাম ৩টি, খালেদ আহমেদ ২টি ও মেহেদী হাসান মিরাজ একটি উইকেট নেন।

রাজশাহীর সময়/এএইচ