হ্যামিল্টন টেস্টে সেঞ্চুরি করেই ইতিহাসের পাতায় নাম লেখালেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। এই নিয়ে হ্যামিল্টনের সেডন পার্কে টানা পাঁচটি টেস্টে তিন অঙ্কের দেখা পেয়েছেন তিনি। একটি মাঠে টানা ৫ টেস্টে সেঞ্চুরি করার নজির বিশ্বের আর কোনো ক্রিকেটারের নেই।
এদিকে রোববার (১৫ ডিসেম্বর) ব্রিসবেনে তিন অঙ্ক ছুঁয়ে উইলিয়ামসনকে সেঞ্চুরি সংখ্যার দিক দিয়ে টপকে যান স্টিভ স্মিথ। তবে সোমবার হ্যামিল্টনে করা সেঞ্চুরিতে ফের স্মিথকে ছুঁয়ে ফেলেছেন উইলিয়ামসন। ফ্যাব ফোরের দুই তারকা যেন পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন কেন উইলিয়ামসন। তিনি ৯টি বাউন্ডারির সাহায্যে ৮৭ বলে ৪৪ রান করে সাজঘরে ফেরেন। তবে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির আগে থামানো যায়নি উইলিয়ামসনকে।
ইংল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে উইলিয়ামসন ৮টি বাউন্ডারির সাহায্যে ৫৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। আর সেঞ্চুরির গণ্ডি পেরোন ১৩৭ বলে। সাহায্য নেন ১৪টি চার ও ১টি ছক্কার। উইলিয়ামসন দেড়শ রানের গণ্ডি টপকান ১৯৬ বলে। শেষ পর্যন্ত ২০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২০৪ বলে ১৫৬ রান করে আউট হন উইলিয়ামসন।
টেস্ট ক্যারিয়ারে এটি উইলিয়ামসনের ৩৩ নম্বর সেঞ্চুরি। ১০৫টি টেস্টের ১৮৬টি ইনিংসে ব্যাট করতে নেমে ৩৩টি সেঞ্চুরি করেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি পাওয়া ক্রিকেটারদের তালিকায় যুগ্মভাবে ১১ নম্বরে উঠে আসেন কিউই তারকা। তিনি এই নিরিখে পিছনে ফেলে দেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্টিভ ওয়াকে। বসে পড়েন অ্যালেস্টার কুক (৩৩) ও স্টিভ স্মিথের (৩৩) সঙ্গে একাসনে।
বর্তমান ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি টেস্ট সেঞ্চুরির নিরিখে জো রুটের (৩৬) পিছনে স্মিথের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে জায়গা করে নেন উইলিয়ামসন। তাদের পিছনে রয়েছেন বিরাট কোহলি (৩০)।
হ্যামিল্টনে শেষ ৫টি টেস্টে কেন উইলিয়ামসনের পারফরম্যান্স
১. বনাম ইংল্যান্ড- ৪৪ ও ১৫৬ (ডিসেম্বর, ২০২৪)।
২. বনাম দক্ষিণ আফ্রিকা- ৪৩ ও অপরাজিত ১৩৩ (ফেব্রুয়ারি, ২০২৪)।
৩. বনাম ওয়েস্ট ইন্ডিজ- ২৫১ (ডিসেম্বর ২০২০)।
৪. বনাম ইংল্যান্ড- ৪ ও অপরাজিত ১০৪ (নভেম্বর, ২০১৯)।
৫. বনাম বাংলাদেশ- অপরাজিত ২০০ (ফেব্রুয়ারি, ২০১৯)।