অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে মাঠে নামা মাত্রই দুর্দান্ত এক ব্যক্তিগত নজির গড়েন বিরাট কোহলি। অজিদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটের অনবদ্য এক মাইলস্টোন ছুঁয়ে ফেলেন বিরাট। এই নিরিখে কোহলি বিরল সেঞ্চুরি করেন বলা যায়।
গাব্বায় মাঠে নামা মাত্রই বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার সেঞ্চুরি পূর্ণ করেন। অর্থাৎ টেস্ট, ওয়ান ডে ও টি-২০ মিলিয়ে অজিদের বিরুদ্ধে ১০০তম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেন টিম ইন্ডিয়ার সুপারস্টার ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের এটি ২৮তম টেস্ট ম্যাচ। উল্লেখ্য, কোনও দেশের বিরুদ্ধে বিরাটের সব থেকে বেশি টেস্ট খেলার যুগ্ম রেকর্ড এটি। বিরাট ইংল্যান্ডের বিরুদ্ধেও এখনও পর্যন্ত ২৮টি টেস্ট খেলেছেন। গাব্বায় এখনও ব্যাট করার সুযোগ হয়নি কোহলির। অজিদের বিরুদ্ধে আগের ২৭টি টেস্টের ৪৮টি ইনিংসে ব্যাট করে বিরাট সাকুল্য়ে ২১৬৫ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৯টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ৫টি।
বিরাট কোহলি বর্ণোজ্জ্বল কেরিয়ারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট ৪৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। অজিদের বিরুদ্ধে ৪৭টি ওয়ান ডে ইনিংসে ব্যাট করে বিরাট সাকুল্যে ২৩৬৭ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৮টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ১৪টি।
বিরাট কোহলি আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব থেকে বেশি ২৩টি ম্যাচ খেলেছেন। ২২টি ইনিংসে ব্যাট করে তিনি সংগ্রহ করেছেন ৭৯৪ রান। কোনও সেঞ্চুরি না করলেও অজিদের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৮টি হাফ-সেঞ্চুরি করেছেন বিরাট। ভারতীয় তারকা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন। সুতরাং, এই সংখ্যা নতুন করে বাড়িয়ে নেওয়ার কোনও সুযোগ নেই বিরাটের সামনে।