২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১১:২৬:১০ অপরাহ্ন


কানাডার আবেদনময়ী মডেলকে নিয়োগ দিল চিটাগং কিংস
ক্রিড়া ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২৪
কানাডার আবেদনময়ী মডেলকে নিয়োগ দিল চিটাগং কিংস কানাডার আবেদনময়ী মডেলকে নিয়োগ দিল চিটাগং কিংস


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আবেদন বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফ্র্যাঞ্চাইজিরাও বসে নেই। ব্র্যান্ড অ্যাম্বাসেডর, থিম সং নিয়ে বিপিএলের উন্মাদনা ছড়িয়ে দিতে তৈরি তারা। এর মধ্যে অফিসিয়াল উপস্থাপক হিসেবে এক কানাডিয়ান মডেলকে নিয়োগ দিয়েছে চিটাগং কিংস।

শনিবার (১৪ ডিসেম্বর) নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে তারা জানায়, (ভারতীয় বংশোদ্ভূত) কানাডার মডেল-অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগরকে আসন্ন বিপিএলে চট্টগ্রাম কিংসের ‘অফিসিয়াল হোস্ট’ (উপস্থাপক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিপিএলের আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতেও দেখা গেছে তাকে। সেখানে তার সঞ্চালনা ক্রিকেট অনুরাগীদের মধ্যে মুগ্ধতা ছড়ায়।

ক্রীড়া উপস্থাপনার পাশাপাশি ফিটনেস নিয়েও কাজ করেন ইয়েশা। সামাজিক মাধ্যমে স্বাস্থ্য-সচেতনতার বিষয়ে মানুষকে প্রভাবিত করে আসছেন এই কানাডিয়ান মডেল।

এর আগে চট্টগ্রাম কিংস আসন্ন আসরের জন্য ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে শহীদ আফ্রিদিকে যুক্ত করে।