২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৯:৩৯:৩৩ অপরাহ্ন


স্লেজিংয়ের ব্যাপারটি অস্বীকার করেছেন এলগার
ক্রিড়া ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০৮-০৪-২০২২
স্লেজিংয়ের ব্যাপারটি অস্বীকার করেছেন এলগার স্লেজিংয়ের ব্যাপারটি অস্বীকার করেছেন এলগার


টেস্ট ক্রিকেটে স্লেজিং নতুন কিছু নয়। এটা আগেও হয়ে এসেছে এবং ভবিষ্যতেও হবে তা সন্দেহ নেই। তবে বাংলাদেশের অধিনায়কের তোলা অভিযোগ সরাসরি অস্বীকার করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার।

বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মমিনুল হক দাবি করেছিলেন, প্রোটিয়ারা স্লেজিংয়ের নামে নোংরা গালাগাল করছে। কিন্তু তা অস্বীকার করে এলগার বলেন, 'তাদের অভিযোগের কোনো ভিত্তি নেই। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের নিয়ে ওরা যা বলেছে। দেখুন, আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলি। যদি কিছু হয়েও থাকে, সেটি আমরা প্রত্যুত্তর দিচ্ছিলাম। কারণ আমরা যখন ব্যাটিং করছিলাম, তখন আমরাও স্লেজিংয়ের শিকার হয়েছি!'

দক্ষিণ আফ্রিকার মতো এমন পরিস্থিতিতে বাংলাদেশ খেলতে অভ্যস্ত নয় উল্লেখ করে এলগার বললেন, 'এটাই টেস্ট ক্রিকেট। এই স্তরে এসে খেলাটাই হয় পৌরুষদীপ্ত এবং আমি এখনো খেলাটি কঠোরভাবেই খেলতে চাই। তবে এর মানে এই নয় যে আমরা গালাগাল করব, বাজে ভাষায় কথা বলব। আমার মনে হয় ওদের আরো কঠোর হওয়া উচিত। হয়তো ওরা এ পর্যায়ে খেলার জন্য অতটা অভ্যস্ত নয়।'

এদিকে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে পোর্ট এলিজাবেথে শুক্রবার (৮ এপ্রিল) মুখোমুখি হচ্ছে দুই দল। সিরিজ বাঁচানোর ম্যাচে টাইগার স্কোয়াডে আসতে পারে একাধিক পরিবর্তন। তামিমের ফেরাকে বিশেষ বলছেন অধিনায়ক মুমিনুল। ডারবানে না পারলেও পোর্ট এলিজাবেথে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে তার দল। কন্ডিশন নিয়ে খুব একটা ভাবছে না টিম টাইগার। সেন্ট জর্জেস পার্কে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।

রাজশাহীর সময় / এম আর