শনিবার থাইল্যান্ডের ফুকেটে শুরু হতে যাওয়া এশিয়ান রাগবি সেভেন্স ট্রফিতে অংশ নিতে থাইল্যান্ড গেছে বাংলাদেশ জাতীয় রাগবি দল। এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, সিংগাপুর, চাইনিজ তাইপে, কিরজিগিজস্তান ও স্বাগতিক থাইল্যান্ড।
টুর্নামেন্ট উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তৃতীয় তলার সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) সাধারণ সম্পাদক মৌসুম আলী জানিয়েছেন, টুর্নামেন্টটি গত বছর হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে হয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি। আরো উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পাবলিক এফেয়ার্স ও ব্রাঞ্চ কমিউনিকেশন জুনিয়র অফিসার মো. সাইফুল ইসলাম, ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য মো. সিরাজুল ইসলাম, পারভিন নাছিমা নাহার।
রাজশাহীর সময়/এএইচ