গত জানুয়ারিতে দাপট দেখিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন নারী এককের শীর্ষ টেনিস তারকা অ্যাশলে বার্টি। কিন্তু সম্প্রতি মাত্র ২৫ বছর বয়সেই টেনিস কোর্টকে বিদায় বলে নিয়েছেন এই অজি। তার এমন সিদ্ধান্তে সবাই অবাক হলেও একই সঙ্গে বাহবা দিচ্ছেন। ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা অবস্থায় এবং এত অল্প বয়সে এমন সিদ্ধান্ত কয়জন নিতে পারে!
অবাক হওয়া ও বাহবা দেওয়ার তালিকায় আছেন ইগা সোয়াটেকও। ২০ বছর বয়সী পোল্যান্ডের এই টেনিস তারকা আজই (৪ এপ্রিল) নারী এককের শীর্ষস্থান দখল করেছেন। এবং দাপট দেখিয়ে মিয়ামি ওপেনও জয় করেন।
মিয়ামি ওপেন জয়ের মধ্য দিয়ে টানা ১৭ ম্যাচে অপরাজিত সোয়াটেক। এর আগে সম্প্রতি দোহা ও ইন্ডিয়ান্স ওয়ালসের শিরোপা জিতে নেন তিনি। বার্টির অবসর নিয়ে বিবিসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এই টেনিস কন্যা বলেন, ‘খবরটি শোনার পর আমি ৪০ মিনিট কান্না করেছি।’
রাজশাহীর সময়/এএইচ