সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানা এলাকা হতে ২১৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব- ১২। এসময় ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
শুক্রবার (১৭ মে) ভোর পোনে ৬টায় তাড়াশ থানাধীন চর হামকুড়িয়া এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন রাজাকাচর গ্রামের নুরু মিয়ার ছেলে মোঃ আল আমিন (২২) ও বাঙ্গরা বাজার থানাধীন রাজা চাবিতলা গ্রামের মোঃ ইসমত আলী ওরফে ইম্মত আলীর ছেলে মোঃ এরশাদ ওরফে হৃদয় (২৭)।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় কাভার্ড ভ্যানযোগে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বহন করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে ঢাকা-রাজশাহী মহাসড়কে একটি অস্থ্ায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়। চেকপোষ্ট চলাকালে শুক্রবার ভোর পোনে ৬টায় সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন চর হামকুড়িয়া এলাকা হতে মাদক কারবারীদের গ্রেফতার করা হয়। এসময় ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয় এবং কাভার্ড ভ্যানে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মাদক কারবারীদের বিরূদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় একটি মামলা রুজু করা রয়েছে।