০৫ অক্টোবর ২০২৪, শনিবার, ০৬:৪৬:১৪ অপরাহ্ন


গুজরাতে ভেঙে পড়ল বহুতল ভবন, মৃত্যুর আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০৬-০৭-২০২৪
গুজরাতে ভেঙে পড়ল বহুতল ভবন, মৃত্যুর আশঙ্কা গুজরাতে ভেঙে পড়ল বহুতল ভবন, মৃত্যুর আশঙ্কা


গুজরাতের সুরাটে ভেঙে পড়ল ৫ তলা বাড়ি। একাধিক মানুষের চাপা পড়ে মৃত্যু হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তত ১০-১৫ জন চাপা পড়ে যেতে পারেন এই ঘটনায়। ইতিমধ্যে পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এখনও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

সুরাটের শচীন জিআইডিসি এলাকায় এই ঘটনা ঘটেছে। যে বাড়িটি ভেঙে পড়েছে তা অনেক বছর আগে তৈরি বলে স্থানীয়রা জানিয়েছেন। ১০-১৫ জনের চাপা পড়ার আশঙ্কা করা হলেও আদতে কতজন চাপা পড়ে রয়েছে সেটা নিয়ে নিশ্চিত হতে পারছে না কেউই। পুলিশ, দমকল বাহিনী ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করে এক মহিলাকে উদ্ধার করেছে। 

এখন প্রশ্ন হল, বাড়িটি কীভাবে আচমকা ভেঙে পড়ল। অনেকেই মনে করছেন, বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। সেই কারণে এই বিপত্তি। এর অর্থ, বৃষ্টির জল জমে হয়তো বাড়ির ভিত নড়ে গেছিল। যদিও মূলত ঠিক কোন কারণে এই বিপর্যয় তা এখনও পরিষ্কার হয়নি। পুলিশ তদন্ত করবে বলে জানিয়েছে। ওই বহুতলে বহু পরিবার ভাড়া থাকত। ভেঙে পড়ার পর ঘটনাস্থলের কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।