০৫ অক্টোবর ২০২৪, শনিবার, ০৬:১৪:০০ অপরাহ্ন


১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারী মুকুলকে গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০৬-০৭-২০২৪
১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারী মুকুলকে গ্রেফতার ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারী মুকুলকে গ্রেফতার


পদ্মার দুর্গম চর থেকে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারী মুকুলকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৬ জুলাই) সকাল সোয়া ৬টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চর আলাতুলী ইউনিয়নের কলিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০গ্রাম হেরোইন ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ মুকুল (৪০), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার ও সদর থানার চর আলাতুলি কলিমপাড়া গ্রামের মোঃ মোসলেম মিয়ার ছেলে। 

শনিবার দুপুরে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, গ্রেফতার মাদক কারবারী মুকুল পেশায় একজন জেলে এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক কারবারের সাথে জড়িত। তার বসতবাড়ী দুর্গম এলাকায় হওয়ায় সহজেই আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাছ শিকারের আড়ালে অবৈধ মাদকদ্রব্য হিরোইন ও ফেনসিডিল-সহ বিভিন্ন ধরণের মাদক ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে পদ্মা নদী পার হয়ে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারীদের কাছে বিক্রয় করে আসছিল। 

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারী মুকুলের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।