২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১০:৫২:১৯ অপরাহ্ন


চাঁপাইনবাবগঞ্জে বালুবোঝাই ট্রাক্টরে কেড়ে নিল মাদ্রাসার ছাত্রের প্রাণ
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১৪-১১-২০২৪
চাঁপাইনবাবগঞ্জে বালুবোঝাই ট্রাক্টরে কেড়ে নিল মাদ্রাসার ছাত্রের প্রাণ চাঁপাইনবাবগঞ্জে বালুবোঝাই ট্রাক্টরে কেড়ে নিল মাদ্রাসার ছাত্রের প্রাণ


চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় আব্দুল্লাহ আল ওসমান (১৩) নামে এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে পৌর এলাকার বিদিরপুর মহল্লার এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক্টরচালক রনিকে আটক করেছে পুলিশ।

নিহত আব্দুল্লাহ আল ওসমান একই এলাকার মিল্কি মহল্লার ইজ্জত আলীর ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন ওসমান। পথিমধ্যে বালুবোঝাই একটি ট্রাক্টর ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। উপস্থিত লোকজন ওই ট্রাক্টর চালককে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই চালকসহ মরদেহটি উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি এসএম জাকারিয়া বলেন, বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় চালককে আটকের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।