জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তিলকপুর ইউনিয়নের তিলকপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটেছে।
নিহত ওই ভ্যানচালকের নাম আন্ত মিয়া (৫০)। তিনি উপজেলার নাওজোর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আন্ত মিয়া সকালে ভ্যান নিয়ে তিলকপুর বাজারে আসেন। রেলস্টেশনের পাশে ভ্যান রেখে তিলকপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে এসে লোকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। তিনি সকাল পৌনে ৯টার দিকে আড্ডা শেষে স্টেশন থেকে নেমে পূর্ব দিকে বাজারে যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আন্ত মিয়া মারা যান।
তিলকপুর বাজারের গবাদিপশুর চিকিৎসক আবু হাসান বলেন, ‘ভ্যানচালক আন্ত মিয়া রেলস্টেশন থেকে নেমে ২ নম্বর রেললাইনে ওঠার পরপরই তিতুমীর ট্রেনের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে। আন্ত মিয়া একজন ভালো মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে খুবই কষ্ট পাচ্ছি।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘তিলকপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। সান্তাহার রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।’
রাজশাহীর সময় /এএইচ