২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৭:৪৬:০৩ অপরাহ্ন


বার্নাব্যুতে ৩ গোল দিয়ে উচ্ছ্বসিত গার্দিওলা
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-০৪-২০২৪
বার্নাব্যুতে ৩ গোল দিয়ে উচ্ছ্বসিত গার্দিওলা ছবি: সংগৃহীত


চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের সঙ্গে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-৩ গোলে ড্র করেছে ম্যানসিটি। রিয়ালের মাঠে তিন গোল দেওয়ায় বেশ খুশি ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, 'এটা মাদ্রিদ, এটা বিশেষ কিছু। অন্য কোথাও হলে ৩-২ মানে শেষ, কিন্তু এখানে কখনোই শেষ নয়। আমরা ফলাফল মেনে নিয়েছি। এক সপ্তাহ পরে আমাদের আবার দেখা হচ্ছে। ম্যানচেস্টারে আশা করি সব টিকিটই বিক্রি হয়ে যাবে। আমাদের সমর্থকেরা আমাদের সহযোগিতা করবেন একটা গোলে, বাকিটা আমরা করব। আমরা সেমিফাইনালে যাওয়ার চেষ্টা করব।'

তিনি আরও বলেন, 'মাদ্রিদের বিপক্ষে আমরা স্বাভাবিকের চেয়ে বেশি বল হারিয়েছি। দ্বিতীয়ার্ধে আমরা অবিশ্বাস্য ব্যক্তিত্ব নিয়ে খেলেছি এবং গোল করার চেষ্টা করেছি। আমরা বার্নাব্যুতে তিনটি গোল করেছি, এটা সত্যিই দারুণ। এটি আমাদের জন্য এটা ভালো ফলাফল, অবশ্যই। এই দলটি (রিয়াল) সম্পর্কে আমার খুব ভালো জানা আছে।'